শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২/ ২০২২-২৩ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ওই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির জানান, সরকার প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান আবাদে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ৭০০ কৃষক ওই প্রণোদনা পাচ্ছে। প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
হারুন অর রশিদ দুদু/দেশবার্তা