র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার সদর ও নালিতাবাড়ী উপজেলায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল পনে ৪টা ও রাত পনে ১০ টার দিকে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত মাদক ব্যবসায়ীরা হলো- শেরপুর জেলার সদর উপজেলার সাপমারী গ্রামের মো. সামিদুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৯), একই উপজেলার চর বয়রা গ্রামের মো. ইয়াছিনের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০) ও নালিতাবাড়ী উপজেলার ভূরুঙ্গা গ্রামের মো. কুদরত আলীর ছেলে আঃ রাজ্জাক (৩০)।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারি পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যরা বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলার সদর উপজেলার হাওড়া গ্রামের আঃ হালিম খানের মুদির দোকানের সম্মুখ পাঁকা সড়কের উপরে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ও মো. শফিকুল ইসলামকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। এছাড়াও তাদের কাছ থেকে ১টি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন রাতে ওই অভিযান দল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামস্থ শান্তির মোড় সংলগ্ন জনৈক সুজন ষ্টোরের সম্মুখ পাঁকা সড়কের উপর মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাককে আটক করে। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।
এদিকে র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান নিশ্চিত করে বলেন, ধৃত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম ও আঃ রাজ্জাক এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা বিভিন্নস্থান থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে দীর্ঘদিন ধরে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এব্যাপারে ধৃত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ও মো. শফিকুল ইসলামকে সদর থানায় এবং আঃ রাজ্জাককে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র্যাব-১৪ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
হামিদুর/দেশবার্তা