ঢাকাSaturday , 16 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

admin
April 16, 2022 1:32 pm
Link Copied!

“কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানকে সামনে রেখে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদী আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেয়া হয়।

এসময় শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এব্যাপারে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার বলেন, কৃষি বিভাগকে আধুনিক করার লক্ষে প্রত্যেক বছরই সরকার বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে কম্বাইন্ড হারভেস্টার সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দিচ্ছে। বর্তমানে শ্রমিক সংকট থাকায় ধান ঘরে তুলতে কৃষকদেরকে দারুণভাবে সহযোগিতা করছে কম্বাইন্ড হারভেস্টার। ফলে প্রান্তিক কৃষকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সরকারের এ উদ্যোগ।

উল্লেখ্য, চলতি মৌসুমে ৫টি কম্বাইন্ড হারভেস্টার এ উপজেলায় বরাদ্দ রয়েছে। ইতিমধ্যেই ৩টি হারভেস্টার বিতরণ করা হয়েছে।

তাসলিম কবির বাবু/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০