ঢাকাWednesday , 13 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে উদ্বোধনী ক্রিকেট খেলায় ভিক্টোরিয়াকে ১ উইকেটে হারিয়ে নবারুণের চমক

admin
April 13, 2022 4:11 am
Link Copied!

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের শেরপুর জেলার খেলা মঙ্গলবার (১২ এপ্রিল) স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় নবারুণ পাবলিক স্কুল ১ উইকেটের ব্যবধানে গতবারের চ্যাম্পিয়ন সরকারি ভিক্টোরিয়া একাডেমীকে পরাজিত করে চমক দেখিয়েছে। স্টেডিয়াম আধুনিকায়ন ও করোনার কারণে প্রায় ছয় বছর পর শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা মাঠে গড়ালেও ম্যাটিং উইকেটে অনুষ্ঠিত এ খেলায় দু’দলের খেলাতেই ছিলো অতিরিক্ত রানের বন্যা।

সকালে টসজিতে নবারুণ পাবলিক স্কুলের অধিনায়ক মাহিম সরকারি ভিক্টোরিয়া একাডেমীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ৫০ ওভারের খেলায় নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে সরকারি ভিক্টোরিয়া একাডেমী ১৯.৫ ওভারে ১১৬ রানে অলআউট হয়। দলের পক্ষে মিডল অর্ডার ব্যাটার তাইয়্যিব ৭১ মিনিট ক্রিজে থেকে ৩০ বলের মোকাবেলায় ১ ছক্কা ৩ চারে ৩৫ রান করে। আরেক ব্যাটার রওনক ২২ বল খেলে ৪ বাউন্ডারীতে করে ২০ রান। এছাড়া আর কোন ব্যাটার দুই অংকের কোন ছুতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে মিস্টার এক্সটার কল্যাণে। পক্ষান্তরে নবারুণের বোলার সনজিত ৪.৫ ওভার বল করে ২৯ রানে নেন ৪ উইকেট এবং বোলার মুগ্ধ ২ ওভার বল করে ৭ রানে ৩ দখল করেন।

নবারুণ পাবলিক স্কুল ১১৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে তারাও ব্যাটিং বিপর্যায়ের শিকার হয়। ২৭ রানে ৩ উইকেট হারানোর ব্যাটিংয়ে নামে হাসিন জাফির। রানের গতি ধীর হলেও মাটি কামড়ে পড়ে থেকে ৪৫ মিনিট ব্যাট করে ৪০ বলের মোকাবেলায় ৮ রান করলেও দায়িত্বশীলতার পরিচয় দেয়। দলের পক্ষে অধিনায়ক মাহিম ৩৫ মিনিট খেলে ৬০ বলের মোকাবেলায় ৩ চারে ১৪ রান করে। শেষ দিকে ধের্য্যরে সাথে খেলে প্রাপ্ত মিয়া ৩১ মিনিটে ২৩ বলের মোকাবেলায় ১ চারে করেন অপরাজিত ৯ রান। ৩৬.৫ ওভারে ৯ উইকেটে ১১৭ রান তুলে নিয়ে মাঠ ছাড়ে নবারুণ পাবলিক স্কুল। দলের পক্ষে এ ইনিংসেও সর্বোচ্চ ৭৯ রান আসে অতিরিক্ত থেকে।

এর আগে সকালে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ প্রধান অতিথি হিসেবে এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধন করেন। এসময় তিনি জানান, দীর্ঘদিন পর শেরপুর স্টেডিয়ামে জাতীয় স্কুল ক্রিকেটের মাধ্যমে খেলার শুরু হলো। সামনের দিনগুলোতে শীঘ্রই প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ সহ বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ভেন্যু সমন্বয়কারী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম জানান, জেলায় ৪টি স্কুল দল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্য দুটি দল হলো জি.কে.পাইলট স্কুল ও আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল। রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রাথমিক পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।

এসময় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মো. শামসুল হক, বিসিবি’র মিডিয়া কমিটির সদস্য মানিক দত্ত, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহকারি জেলা কোচ রাফিউল ইসলাম রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর : সরকারি ভিক্টোরিয়া একাডেমী-১১৬/১০, ১৯.৫ ওভার (তায়্যিব ৩৫, রওনক ২০, অতি: ৪১, সানজিত ৪/২৯, মুগ্ধ ৩/৭)। নবারুণ পাবলিক স্কুল-১১৭/৯, ৩৬.৫ ওভার (মাহিম ১৪, প্রাপ্ত ৯*, হাসিন ৮, অতি: ৭৯, নাফিস ৩/১৬, সিফাত ২/১৪)। নবারুণ পাবলিক স্কুল ১ উইকেটে জয়ী।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০