ঢাকাMonday , 11 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক থেকে কীভাবে জিতের নায়িকা হলেন এই তরুণী?

admin
April 11, 2022 9:18 am
Link Copied!

বিনোদন বার্তা ডেস্ক: টলিউড সুপারস্টার জিতের নতুন সিনেমা ‘রাবণ’। ঈদ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে এটি। সিনেমায় জিতের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন একেবারে নতুন এক অভিনেত্রী। তার নাম লহমা ভট্টাচার্য।

টলিউডে পা রেখেই কীভাবে তিনি জিতের মতো তারকার নায়িকা হলেন, সে গল্পটা চলুন জেনে নেওয়া যাক।

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লহমা। এরপর কলকাতায় ফিরে শুরু করেন সাংবাদিকতা। তবে লহমার মনে ইচ্ছা ছিল অভিনয় জগতে আসার।

সিনেমা জগতের মানুষজনের সঙ্গে তাই আগে থেকেই টুকটাক যোগাযোগ রাখতেন। জিতের সঙ্গেও তার পরিচয় ছিল। জিৎ যখন জানতে পারেন, লহমা অভিনয়ে আসতে চায়, তখন তাকে নিজের অফিসে ডাকেন। এরপর অডিশনের মাধ্যমে ‘রাবণ’ সিনেমার রাই চরিত্রের জন্য তাকে নির্বাচিত করেন অভিনেতা।

জিতের নায়িকা হয়ে সিনেমায় অভিষেক হচ্ছে, এজন্য নিজেকে ভাগ্যবান মনে করছেন লহমা। তার ভাষ্য, ‘এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য কতজন লড়াই করছেন। সেখানে আমি প্রথমেই জিৎ-দার মতো মানুষের সঙ্গে কাজ করলাম। এটা তো ভাগ্যই।’

‘রাবণ’ সিনেমার ক্ষেত্রে জিতের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন বলেও জানালেন লহমা। বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে কীভাবে শরীরের যত্ন নিতে হবে, সবকিছুই বাতলে দিয়েছেন সুপারস্টার।

জিতের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে লহমা বলেন, “নার্ভাস লেগেছিল। তবে জিৎ-দা আগে থেকেই এমনভাবে মেলামেশা করত, বিষয়টা সহজ করে দিয়েছিল। নাচের গানের শুট করা আর একটা রোম্যান্টিক গানের শুট করা অনেক আলাদা। তার ওপর জিৎ-দার পাশে দাঁড়ানো। কোন জিৎ-দা? যিনি ‘রোম্যান্টিক কিং’। এছাড়া জিৎ-দার সঙ্গে এত অভিনেত্রীর জুটি আছে; শুভশ্রী, কোয়েল, নুসরাত জাহান, নুসরাত ফারিয়া। কত নাম বলব! সেখানে নতুন এসে আমি জিৎ-দার পাশে দাঁড়াচ্ছি। বাড়তি চাপ তো থাকেই।”

উল্লেখ্য, ‘রাবণ’ সিনেমাটি পরিচালনা করেছেন এম এন রাজ। এতে জিৎ ও লহমার সঙ্গে আরও অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, খরাজ মুখার্জি, বিশ্বনাথ বসু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন জিৎ নিজেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০