ঢাকাMonday , 21 March 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

করোনা-পরবর্তী নানা জটিলতায় ভুগছে অধিকাংশ মানুষ

admin
March 21, 2022 4:00 am
Link Copied!

করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও নানা শারীরিক জটিলতায় ভুগছেন দেশের অধিকাংশ মানুষ। করোনা-পরবর্তী যেসব সমস্যা দেখা দিচ্ছে সেগুলো হলো, অবসাদ বা ক্লান্তি বোধ হওয়া, শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, স্মৃতিশক্তি কমে যাওয়া, লিভারের সমস্যা, হাত-পাসহ বিভিন্ন অঙ্গ অবশ, অবশ ভাব, ঝিঁঝিঁ লাগা, মাংসপেশি, হাড় বা অস্থিসন্ধিতে ব্যথা, কোমরে ও মেরুদণ্ডে ব্যথা, শ্বাসকষ্ট, রক্তচাপ, কিডনি সমস্যা, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, অরুচি ও  অস্তিরতা ইত্যাদি।

করোনা ভাইরাস ফুসফুসসহ রক্ত সঞ্চালন এবং স্নায়ুতন্ত্রকেও ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ করোনা-পরবর্তী সময়ে সব ধরনেরই শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। অনেকে মনে করছেন সুস্থ আছেন, অথচ তার লিভার সিরোসিস হয়ে গেছে। অর্থাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই তার লিভার নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, রোগীর শরীরের এমন কোনো অঙ্গ-প্রত্যঙ্গ নেই যেখানে করোনা তার ক্ষতির চিহ্ন রাখে না। করোনা থেকে সুস্থ হওয়ার এক মাস পর থেকে এসব রোগের লক্ষণ দেখা দিচ্ছে। তাই করোনা থেকে সুস্থ হওয়ার পরও রোগীদের চিকিৎসকদের ফলোআপে থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘করোনা-পরবর্তীকালে নানা জটিলতা দেখা দিতে পারে। ব্রেনের সমস্যা, ভুলে যাওয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, লিভার ও কিডনি সমস্যা হতে পারে। এছাড়া দুর্বলতা ভাব দেখা দিতে পারে। এসব সমস্যার জন্য রোগীকে অবশ্যই চিকিৎসকদের কাছে ফলোআপের জন্য আসতে হবে।’

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস) হাসপাতালের পরিচালক ও প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, ‘করোনা থেকে সুস্থ হওয়ার পর মানসিক ডিপ্রেশন, স্ট্রোক, প্যারালাইসিস, হাত-পা ও শরীর ঝিম ঝিম করা, খিঁচুনি, মানসিক সমস্যা, স্বাভাবিক কাজকর্মে অনীহা, দুর্বলতা ও প্যারালাইজ হতে পারে। অর্থাৎ নিউরোলজিক্যাল নানা সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে নিয়মিত নিউরোলজিস্টের ফালোআপে থাকতে হবে। নইলে জটিলতা বেড়ে যেতে পারে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে অনেকে জানে না যে, তার লিভার সিরোসিস হয়েছে। আগে থেকে লিভারের সমস্যার কারণে ওষুধ সেবন করে যে রোগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ঐ সব রোগীর লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া করোনা-পরবর্তীকালে লিভারের নানা জটিলতা দেখা দিতে পারে। লিভারের স্থায়ী সমস্যা হতে পারে। তাই রোগীকে ফলোআপ চিকিৎসায় থাকতে হবে।’

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, ‘করোনা-পরবর্তীকালে পেটের নানা ধরনের অসুখ দেখা দিচ্ছে। অনেকের পেট ব্যথা হচ্ছে। দেখা যাচ্ছে তিন থেকে ১০ ভাগ রোগী আইবিএসে আক্রান্ত। আইবিএস হলো, অন্ত্র ও পরিপাকতন্ত্রের একটি জটিল সমস্যা। এটি একটি যন্ত্রণাদায়ক রোগ। এছাড়া ডিফ্রিশিয়া, পেট ফোলাসহ লিভারের নানা সমস্যা দেখা দিচ্ছে। আবার অনেকের পায়খানা ঠিক মতো হয় না। করোনা থেকে সুস্থ হওয়ার তিন থেকে ছয় মাস পরবর্তীকালের রোগীদের ওপর সম্প্রতি চালানো এক গবেষণা চালিয়ে এমন রিপোর্ট এসেছে। সীমিত পরিবারের এই গবেষণা চালানো হয়।’ তবে আরো বড় গবেষণা কার্যক্রম চলছে বলে তিনি জানান।

সূত্র: দৈনিক ইত্তেফাক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০