জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯৩তম জন্মদিন উপলক্ষে শেরপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে রোববার (২০ মার্চ) বিকেলে জেলা শহরের খরমপুরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন।
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস.এম আশরাফ এর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আছাদুজ্জামান মোরাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হেলাল, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক এ.টি.এম উসমান গণি, জাতীয় পার্টির পৌর শাখার সাধারণ সম্পাদক মানিক কর্মকার, জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, জাতীয় মহিলা পার্টির শ্রীবরদী শাখার সভাপতি রৌশন জাহান আজাদী, যুব নেতা আব্দুল মুন্নাফ প্রমুখ।
এসময় বক্তাগণ প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
হামিদুর/দেশবার্তা